About This Blog: শান্তির ধর্ম

Sorry, most article are in Bengali, I'll try to write or translate in English in future, InshAllah.

আমার ধর্মচর্চা বা শিক্ষার শুরু আমার মা এর হাতে। আমার নানা একজন মাওলানা ছিলেন শুনেছি এবং দুই মামা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত । আম্মা বাড়ীতে অনেক বাচ্চাকে আরবী শেখাতেন, আমিও বসতাম। কিন্তু র্মম না বোঝায় কিংবা কর্মে এর প্রয়োগ করতে না পারায়  আমার শিক্ষা সন্তোষজনক ছিলনা। মাঝে মাঝে মক্তবে পাঠাতেন । নামাজ, রোজা নিয়মিত বা অনিয়মিতভাবে চলছিল ।

২০০৫ সালে বৃটেনে এসে সমাজে বিভিন্ন রুপ, ধর্মের প্রয়োগ এবং প্রয়োজনীয়তা দেখে আগ্রহ এবং ধর্মচর্চা আরো বাড়ল। তারপরও বিজ্ঞান, ধর্ম, ডারউইনের বিবর্তন ইত্যাদি নিয়ে জিজ্ঞাসা থামেনা । এসব জিজ্ঞাসায় মাঝে ইসলামেই আমি প্রকৃত অর্থবহ শান্তি খুজে পাই। এটা নয় যে, আমি অশান্তির সময়ে শান্তি খুজে পেয়েছিলাম। সুখী, সাবলীল, সুন্দর সময়ে ইসলাম জীবনের আরো পরিপূর্ণ করার সুযোগ করে দিতে পারে বলে আমার বিশ্বাস।

একটা উদাহরণ, বৃটেনে আসার কয়েক সপ্তাহের পর এক শনিবার মধ্যরাতে একটি ছো্ট্র শহরে বের হয়ে দেখি অনেক ছেলে মেয়ে (যাদের বেশীর ভাগ স্বল্পপোষাকে) ক্লাব পাড়ায় হৈ চৈ করছে। শহরের আশে পাশে কয়েকটা স্থানেই দেখলাম  মেয়ে এবং ছেলে মাতাল হয়ে ঝগড়া করছে, এক জায়গায় মেয়ে রাস্তায় মাতাল পরে আছে! এদেশ সমাজ সভ্য, আমার এতে সন্দেহ নাই । শিক্ষা, চিকিৎসা ফ্রি এদেশে। চাকুরী না থাকলে সরকার ভাতা দেয়। এখানে কেন এভাবে মানুষ থাকবে! আরো অনেক উদাহরণ আছে। ভঙ্গুর পরিবার, সমকামীতা। এসব সমাজকে অশান্তির দিকে নিতে পারে।

ইসলাম অর্থ শান্তি। একটা শান্তির উদাহরন বলি, ঐ শহরে ১০-১৫ মাইলের মধ্যে কোন মসজিদ ছিলনা। আমার বিশ্ববিদ্যালয়ের ছোট্র একটি রুম  মসজিদ হিসেবে ব্যবহার হত। ৫০ মাইল দুর থেকে ইমাম আসতেন। এসেই হাসিমুখে বলতেন, আসসালামু আলাইকুম ব্রাদার (ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক)।

আমি বিজ্ঞানের ছাত্র হয়ে, ধর্মকে সম্পূরক হিসাবে নিলে সমাজে শান্তি আনবে বলে বিশ্বাস করি। কোরআন বিজ্ঞানময় (সুরা ইয়াসীন) , সর্বশক্তিমান আল্লাহ কর্তৃক  প্রেরিত সকল নবী রাসূল, কিতাবকে বিশ্বাস করা এবং সে অনুসারে চলা শান্তি এবং সাফল্যের পথ মনে করি। এতে সৃষ্ঠিকর্তার প্রতি যেমন আনুগত্য প্রকাশ পায় এবং এর চেয়ে বড় বিষয় আমার সমাজ, পরিবার এবং জীবনে এর প্রয়োজন রয়েছে। আর মহানবী (তাঁর উপর শান্তি বর্ষীত হোক)'র বিদায় হজ্বের ভাষন অনুসারে আমি সকল ধর্মকে সন্মান করি, এ বিষয় বিতর্কে জড়ানো থেকে বিরত থাকি।

এ ব্লগটি আমার শান্তি (ইসলাম) অনুশীলনের অভিজ্ঞতা, অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে। আমি এ বিষয়ে কোন বিশেষজ্ঞ নই। যেকোন বিশেষজ্ঞর পরামর্শ, সংশোধন প্রশংসনীয়।  মহান আল্লাহ আমাদের সবাইকে রহমত এবং হেদায়েত দান করুন। এবং আমার এ যাত্রা শুভ হোক, আমিন।

No comments:

Post a Comment